নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করার ঘটনায় মুদি ব্যবসায়ী রজত রায়ের ২দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার ওসি(তদন্ত) মো: ইকবাল হোসেন রজত রায়ের ৭দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
গত রবিবার বেলা ১২টার সময় হবিগঞ্জের সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাওসার আলমের আদালতে হাজির করলে বিঞ্জ আদালত প্রায় ১ঘণ্টা শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার ওসি(তদন্ত) ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুর বিষয়টি নিশ্চিত করে জানান,২/১দিনের মধ্যে রজত রায়কে থানায় নিয়ে জিঞ্জাসাবাদ করা হবে।
উল্লেখ্য,গত ১৯ শে ফ্রেব্র“য়ারী উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত মৃত রণ রায়ের পুত্র মুদি ব্যবসায়ী রজত রায়(৩৫) ফটোশপের মাধ্যমে ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে। মুহুার্তের মধ্যেই ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে মুসলমানের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সাথে সাথে হাজার হাজার মানুষ রজতর গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোব্ধ জনতার চাপের মুখে নবীগঞ্জ থানার ওসি এম এম আতাউর রহমান বিকেলে বাজারের পাশ্ববর্তী একটি বাড়ী থেকে রজত রায়কে গ্রেফতার করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস আই মোবারক হোসেন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে ৫৭(২) রজত রায়কে আসামী করে মামলা দায়ের করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj