মোঃ ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মরহুম সাইদুল ইসলামের পরিবারকে এমপি মাহবুব আলী ৫০ হাজার টাকার চেক প্রদান করেছেন। জানা যায়, গত বুধবার দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের শাইলগাছ গ্রামে মৃত সাইদুল ইসলামের স্ত্রী নাছিমা বেগমের হাতে এমপি মাহবুব আলী ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, ২নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাতি সুধাংশু দেব, সাধারণ সম্পাদক রহিছ উল্লাহ, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি আলী আমজাদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া সহ প্রমুখ। উল্লেখ্য যে, গত ০২/১০/১৬ ইং তারিখে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মোঃ সাইদুল ইসলাম মৃত্যুবরণ করেন।