বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়নের প্রত্যন্ত হারুনী গ্রামের প্রায় ৫শত পরিবারকে নতুন সংযোগ প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় গ্রামের ফুটবল খেলা মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
হারুনী গ্রামের বিশিষ্ট মুরুব্বি যামিনী মোহন দাসের সভাপতিত্বে এবং প্রভাষক শংকর চন্দ্র দাসের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক ইকবাল হাসেন খান, বানিয়াচং পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ আবু জাফর, আজমিরীগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকাস্থ, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান সুশেনজীৎ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, জেলা শ্রমিকলীগ সিনিয়র সহ-সভাপতি প্রফুল্ল চন্দ্র ঘোপ, জেলা কৃষকলীগ নেতা শফিকুল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান খান, শাহজাহান মিয়া, আবুল হোসেন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, নিলেশ চন্দ্র দাস, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জন্টু দাস, বর্তমান মেম্বার বাবুল চন্দ্র দাস, আকবর হোসেন রাজু, মাষ্টার বাবু অনিল কুমার, শশধর দাস, অমৃত লাল, বিষ্ঞু পদ দাস, গোপাল চন্দ্র দাস, চন্দ্র সেন দাস (সেনু), বিকাশ চন্দ্র দাস, রাজেন্দ্র দাস, হেমেন্দ্র দাস, রাকেশ চন্দ্র দাস, গোপাল চন্দ্র দাস প্রমূখ ।
অনুষ্টান শুরুতে হারুনী গ্রামের মুরুব্বি বাবু নগেন্দ্র চন্দ্র দাসের মৃত্যুতে তার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মজিদ খান বলেন, আগামী ২০১৮ সালের মধ্যে বানিয়াচঙ্গ উপজেলায় এবং আগামী ৬ মাসের মধ্যে কাগাপাশা ইউনিয়নকে শতভাগ বিদ্যৎুতায়ন সম্পূর্ণ করা হবে।
তিনি আরও বলেন আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশের উন্নয়ন করার সুযোগ দিন।
সুইচ টিপে বিদ্যুত সংযোগের উদ্বোধন করছেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj