নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউপির শরিফাবাদ গ্রামে বেঙ্গল ফোড কোম্পানীর সিন্ডিকেটকে কেন্দ্র করে বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজনের মধ্যে আট গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
সরজমিনে গিয়ে জানা যায়,কোম্পানির জায়গা নিয়ে নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার ও বতর্মান চেয়ারম্যান তাজ উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এরই জের ধরে বুধবার সাড়ে ১১টায় দরিয়াপুর, শরিফাবাদ, কান্দিগাও, গৌরাঙ্গের চক, নিজামপুর, নিতাইর চক, কালারচক, ধুলিয়াখাল গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সাড়ে ১১টায় দিকে সংঘর্ষ শুরু হয়ে চলে দুপুর ১টা পযর্ন্ত। ইটপাটকেলের আঘাতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।
আহতদের মধ্যে সুমন মিয়া (২২), শামীম আহমেদ (৩০), আজব আলী (৩৮), ধনু মিয়া (৩৫),আবদুল আলী (৪৫), ছালেক মিয়া (৪০), নুর উদ্দিন (২০), হাবিব মিয়া (৩০), আব্দুল হান্নান (৩৮), কবির মিয়া (৪৫), জসিম মিয়া (২৫), মারাজ মিয়া (৫০), রহমত আলী (৫৫)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক দৈনিক শায়েস্তাগঞ্জকে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj