চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের অজিত সরকার প্রকাশ রিপন (৩৮) নামে এক কাঠমিস্ত্রী বিগত ১৭ ফেব্র“য়ারী হতে নিখোঁজ। তার স্ত্রী শেলী রানী দেবনাথ জানান, গত ১৭ ফেব্র“য়ারী তিনি কাজের উদ্দেশ্যে কাঠমেস্ত্রী যন্ত্রপাতি নিয়ে উপজেলার আইতন গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। উপজেলার আইতন গ্রামে খোঁজ নিলে আইতন গ্রামের স্থানীয়রা জানান, অজিত সরকার ওইদিন কাজের জন্য আসেননি এবং তাকে কেউ ঐ এলাকায় দেখতে পায়নি। তার স্ত্রী শেলী রানী তার আত্মীয় স্বজন ও সম্ভাব্য সকল স্থানে তার স্বামী অজিত সরকারকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে তার স্ত্রী চুনারুঘাট থানায় জিডি করেন। চুনারুঘাট থানার জিডি নং- ৬১৬, তারিখ- ১২/০৩/২০১৭। স্বামীকে হারিয়ে তার অবুঝ ৩ সন্তানকে নিয়ে তার স্ত্রী প্রায় পাগল হয়ে পড়েছেন। নিখোঁজ অজিত সরকারের গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফুট, বয়স ৪০, মাথার চুল কালো, পরনে ছিল সাদা চেক লুঙ্গি আকাশি রঙ্গের ফুলহাতা শার্ট। অজিত সরকারের সঙ্গে থাকা মোবাইল ফোন নং- ০১৭৫৬-৫৮৩৬৯২। মোবাইল নাম্বারটি বর্তমানে বন্ধ দেখাচ্ছে। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ছেলে- ০১৭৭১-৯৪১১২৩, ০১৭০৩-৫৬৪২১৩ নম্বরে মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj