নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাশরুমসহ অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি চালু করেছে।
রবিবার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৬০ লাখ টাকা ব্যয়ে ব্যয়ে এই ভবন নির্মাণ করে। শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বজল কুমার দাশ।
এমপি আবু জাহির আরও বলেন, কারিগরী ও তথ্য প্রযুক্তির শিক্ষায় যারা যত বেশি শিক্ষিত তারা তত বেশি উন্নত। তিনি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির শিক্ষায় আরো বেশি মনোনিবেশ করার আহবান জানান। এমপি আবু জাহির শাহজালাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মাদকদ্রব্যের কূফল সম্পর্কে আবু জাহির শিক্ষার্থীদের অবহিত করলে শিক্ষার্থীরা কখনো ধূমপান করবে না এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় এমপি আবু জাহির শাহজালাল উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীতকরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা মকসুদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফরিদ মিয়া, মোঃ শাহজাহান মেম্বার, মোঃ সাহেব আলী, আওলাদ মিয়া, দাতা সদস্য রনজিত কুমার পাল, কুতুব আলী, আলী আজগর, সিদ্দিক আলী, ছাদেক আলী মেম্বার, মুখলিছ মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদিকুর রহমান তৈয়ব, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম স্বপন, মেহারাজ মিয়া, মাওলানা জসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj