চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে অর্ধ রাস্তা দখল করে অবৈধভাবে বালু বোঝাই করা হচ্ছে। বেশ কিছুদিন যাবত চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজারের অদূরে ক্বেরাতিয়া মাদ্রাসার বিপরীত পাশে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট এর অর্ধ সড়কে ট্রাক ও ট্রাক্টর দাঁড় করিয়ে অবৈধভাবে বালু বোঝাই চলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই স্থানে ৩/৪ ট্রাক ও ট্রাক্টর একসাথে অর্ধ রাস্তা পর্যন্ত দাঁড় করিয়ে বালু বোঝাই করছেন এক অসাধু ব্যবসায়ী। প্রতিদিন এ রাস্তা দিয়ে ওই মাদ্রাসা-মসজিদের মুসল্লী, আশ-পাশের স্কুলের কোমলপ্রাণ ছাত্র-ছাত্রীসহ ৭-৮ গ্রামের প্রায় আট হাজার পথচারী চলাচল করেন। সড়কে চলে হরদম গাড়ী।
এভাবে বালু বোঝাইয়ের কারণে প্রশস্ত ওই সড়কের স্পেস কমে যাওয়ার ফলে যানবাহন ওভাট্রেক এর সময় ভয়াবহ রূপ ধারণ করে। যেকোনো সময় অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় ফারুক মিয়া নামে এক ব্যক্তি জানান, ‘আমার মেয়েকে এ রাস্তা দিয়ে স্কুলে নিয়ে যাই। তখন বড্ড আতঙ্কে থাকি, ভয় লাগে। কখন যে কে দূর্ঘটনার স্বীকার হয়, তা আল্লাই জানেন।
বালুর কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এইটা আমার ব্যবসা। এ বালু বোঝাই করেই আমি জীবিকা নির্বাহ করি।’
চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামানকে বিষয়টি অবহৃত করলে তিনি বলেন, ‘আমি অতি শিঘ্রই ঘটনা স্থল পরিদর্শন করে ব্যবস্থা নেব।’ এলাকাবসীর দাবি, অনতিবিলম্বে কর্তৃপক্ষ যেন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে জন আতঙ্ক লাগব করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj