এটি এম সালাম, নবীগঞ্জ প্রতিনিধি : সামান্য বৃষ্টি হলেই নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর গ্রামের নহরপুর প্রাথমিক বিদ্যালয় ও গ্রামের কয়েকটি পরিবার পানি বন্দি হয়ে পড়েন। কারন বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে তাদের যাতায়াতের একমাত্র এই সড়কটি। সড়কটি নিচু হওয়ায় টানা বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করা কয়েক শতাধিক মানুষ ও স্কুলের শিক্ষার্থীদের মারাত্মকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু তা দেখার যেন কেউ নেই। বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে সমস্যা হয়।
কারন এ সড়ক দিয়েই শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের ঢুকে এবং বের হয়। কিন্তু বৃষ্টির
পানি জমে থাকলে ২/৩ দিন তাদের চলাচল করতে সমস্যা হয়। এ কারনে শিক্ষার্থীরা
বিদ্যালয়ে যেতে চান না। নহরপুর গ্রামের ওই স্কুলের পাশে প্রায় ২০টি পরিবার
আছে। জলাবদ্ধতার কারণে তাদেরও দুর্ভোগ পোহাতে হয়।
শিক্ষার্থীরা জানান, বৃষ্টি হলে বিদ্যালয়ে আসতে তাদের ভালো লাগে না। কারণ,
বৃষ্টির পর বিদ্যালয়ে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় তারা নিজেরা পানি
সরানোর চেষ্টা করে। তাতেও কাজ হয় না। তারা বৃষ্টির পর দ্রুত পানি নিষ্কাশন
চায়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যায়। এতে পাঠদানও ব্যাহত
হচ্ছে।
বুধবার ঝড় বৃষ্টি হওয়ায় বিদ্যালয়ে কেউ যায়নি। এ সমস্যা সমাধানের
জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষন করেন এলাকাবাসী। তবে অপর এক সুত্রে
জানা গেছে, রাস্তার জায়গা একাধিক ব্যাক্তি মালিকানা হওয়ায় সংস্কাের উদ্যোগ
নিচ্ছন না কেউই।