নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে প্রতিপক্ষের শিশু সন্তানদের হামলায় আহত স্কুলছাত্র তুষার সদর হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে। গত ৪ দিন ধরে সদর হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিলেও প্রতিপক্ষের লোকজন তার চিকিৎসার ব্যাপারে কোন খোঁজ খবর নেয়নি। আহত সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পূর্ব লেঞ্জাপাড়া এলাকার শ্রমিক কাজল মিয়ার শিশুপুত্র শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র তুষারের (৭) সাথে গত রবিবার সকালে একই এলাকার আব্দুল হামিদের ছেলে সোহাগ, মতিন মিয়ার ছেলে ইমরান ও রহিম মিয়ার ছেলে অপি’র ঝগড়া হয়। এতে সোহাগ, ইমরান ও অপির অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে তুষারের উপর হামলা চালাতে নির্দেশ দেয়। অভিভাবকদের পরামর্শে তারা রাস্তায় পেয়ে তুষারকে ধাক্কা দিলে তুষার চলন্ত ম্যাক্সির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এতে তুষারের ডান পা ভেঙ্গে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে দুর্ঘটনার পর ম্যাক্সিটি আটক করা হলেও ম্যাক্সি চালক তুষারকে ধাক্কা দিয়ে তার গাড়ির নিচে ফেলে দিয়েছে বলে সে জানায়। হাসপাতালে ভর্তির পর তার প্রতিপক্ষের লোকজন চিকিৎসাধীন তুষারকে একনজর দেখতেও আসেনি।
তুষারের পিতা কাজল ছেলের উপর এমন নিষ্ঠুরতার বিচার দাবি করেন।