মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ শহর তলীর দক্ষিণ তেঘরিয়ায় ইভটিজিং, মদগাজা ও জুয়ারীদের বিরুদ্ধে এলাকাবাসী প্রসংশনিয় উদ্যোগ গ্রহন করেছে।
এ সকল সমাজ বিরোধী কর্মকান্ড বন্ধের প্রতিবাদে স্থানীয় লোকজন এক প্রতিবাদ সভার আয়োজন করে।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সর্দার মোঃ আবু তাহের এর বাড়ীতে অনুষ্টিত উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তেঘরিয়া ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ তৈয়ব আলী। সর্দার মোঃ আবু তাহের’র পরিচালনায় সভায় দক্ষিণ তেঘরিয়া, উত্তর-পূর্ব ভাদৈ ও পূর্ব ভাদৈ (টুক) গ্রামের কয়েকশত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের একাংশ উপস্থিত ছিলেন।
দক্ষিণ তেঘরিয়া খেয়াঘাটে নদী পারাপারে স্কুল কলেজগামী ছাত্রীদেরকে বখাটেদের ইভটিজিং, জুয়া ও মাদকের বিরুদ্ধে অনষ্টিত প্রতিবাদে সভায় বক্তারা বলেন, এলাকার বিপুল সংখ্যক স্কুল কলেজের ছাত্রছাত্রী তেঘরিয়া খেয়াঘাট দিয়ে নদী পার হয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কিছু বখাটে যুবক খেয়াঘাটে এসে জড়ো হয় এবং দির্ঘ সময় ধরে আড্ডায় মেতে উঠে তারা ।
স্কুল কলেজগামী মেয়েরা নদী পারাপারের জন্য খেয়াঘাটে আসলে বখাটেরা ছাত্রীদের পিছুনেয় এবং নানাভাবে উত্যক্ত করে। ছাত্রীরা নৌকায় উঠলে তখন বখাটেরাও দল বেধে উঠে নৌকা ডুবিয়ে দেয়। ছাত্রীরা তাদের বই-খাতাপত্র ও পরনের জামা ভিজিয়ে বিদ্যালয়ে না গিয়ে তখন বাড়িতে ফেরেন। বখাটেদের কারনে পরীক্ষার্থীরা ঠিক সময়ে পরীক্ষায় যেতে পারছে না। ইদানিং কয়েকদফা ছাত্রীসহ বখাটেরা নৌকা ডুবিয়ে দেয়ায় শিক্ষার্থী অভিভাবকসহ পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে। অনেক পিতামাতা তাদের মেয়ে সন্তানকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়ার বিষয় নিয়েও ভাবছেন।
বখাটেদের এমন সৃষ্ট পরিস্থিতির কারণে এলাকার লোকজন তাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলে এক সভার আয়োজন করেন। সভায় স্থানীয় মুরুব্বীগণ বলেন, বখাটেরা যেই হউক তাদেরকে প্রতিরোধ করতে হবে। ছাত্রীরা খোয়াই নদী পারাপারের সময় কোন বখাটে যুবক খেয়াঘাটে জমায়েত হয়ে আড্ডায় মেতে উঠলে আটক করে তাদের বিরুদ্ধে কটুর ব্যবস্থার সিদ্ধান্ত নেয়া হয়।
বক্তারা বলেন, বখাটে যুবকরাই মদ-গাজাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য যুবসমাজের হাতে বিক্রি করছে। স্থানে স্থানে নানান সাজে জুয় বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। ফলে এ সকল সমাজ বিরোধী কাজে জড়িয়ে অনেক ভদ্র ঘরের শিক্ষিত যুবকরা বিপথগামী হচ্ছে। বখাটেদের এমন জঘণ্যতম কার্মকান্ড থেকে পরিত্রণের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভোক্তভুগিরা।
সভায় বক্তৃতা করেন, বিশিষ্ট মুরুব্বিমোঃ তারা মিয়া, মোঃ মর্তুজ আলী, মোঃ হাছন আলী, মোঃ ফুল মিয়া, স্থানীয় বর্তমান মেম্বার মোঃ আকতার মিয়া, সাবেক মেম্বার মোঃ পেরা মিয়া, হাজি আব্দুল হেকিম, মোহরী মোঃ আব্দুল খালেক, সাংবাদিক মোঃ ইলিয়াস আলী মাসুক, দক্ষিণ তেঘরিয়া শাহপরাণ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফারুক মিয়া ও মোঃ আলফু মিয়া প্রমূখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj