হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে প্রবল বৃষ্টিপাত ও অকাল বন্যায় পাকা বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিনষ্ট হয়েছে ৩৯ হাজার ২৬২ হেক্টর জমির ফসল। এর মাঝে সবচেয়ে বেশি নষ্ট হয়েছে বানিয়াচং উপজেলার হাওরের ফসল। ফসল হারিয়ে কৃষকদের মাঝে হাহাকার দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, জেলার ৮টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় এ পর্যন্ত ৩৯ হাজার ২৬২ হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে। এর মাঝে বানিয়াচংয়ে ২০ হাজার ১৭০ হেক্টর, আজমিরীগঞ্জে ৬ হাজার ৪৮০ হেক্টর, লাখাইয়ে ৭ হাজার ৫০ হেক্টর, নবীগঞ্জে ২ হাজার ৭৮০ হেক্টর, হবিগঞ্জ সদরে ১ হাজার ৬৯৫ হেক্টর, বাহুবলে ১ হাজার ১৭ হেক্টর ও চুনারুঘাট উপজেলায় ৭০ হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে। বেসরকারী হিসেবে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশী হবে বলে আশংকা করা হচ্ছে।
ভাটি এলাকায় নদ-নদীতে আশংকাজনকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই নতুন নতুন ফসলী জমি প্লাবিত হচ্ছে। আতংকিত কৃষকরা অবশিষ্ট ফসল রক্ষার জন্য আধাপাকা ধান কেটে নেয়ার চেষ্টা করছেন। ধান কাটা শ্রমিকের অভাবে অনেকেই পরিবারের সদস্যদেরকে নিয়ে পানিতে নিমজ্জিত জমি থেকে আধাপাকা ধান কাটছেন।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. ফজলুর রহমান জানান, প্রতিদিনই ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ বছর জেলায় ১ লাখ ১৩ হাজার ৬শ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষাবাদ হয় ১ লাখ ১৬ হাজার ৫১০ হেক্টর জমিতে। কৃষকেরা যখন বোরো ধানের বাম্পার ফলনের আশা করছিলেন, সেই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে দারুনভাবে আশাহত করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj