নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ শহীদ মিনারে ভাষা শহীদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনে শহরের রেলওয়ে কলোনী প্রাঙ্গনে শায়েস্তাগঞ্জ শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ শ্রদ্ধা নিবেদন করেন।
শায়েস্তাগঞ্জ শহীদ মিনার ব্যবস্থাপনা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
শ্রদ্ধা নিবেদনের আগে শহীদ মিনারে গণসঙ্গীত পরিবেশন করে দেশ নাট্যগোষ্ঠীর শিল্পীরা।
তারপর পরই শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
শুরুতেই শ্রদ্ধা নিবেদন করে ব্যবস্থা পরিষদ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব, দেশ নাট্যগোষ্ঠী, শায়েস্তাগঞ্জ থিয়েটার, প্রয়াসসহ প্রমূখ সংগঠন।
পরে উপস্থিত সকলে অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ পাঠ করেন।