নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৫টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পইল, তেঘরিয়া, রাজিউড়া, রিচি, নিজামপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসাবে চাল বিতরণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
এ সময় এমপি আবু জাহির বলেন, শেখ হাসিনার সরকার গরিব অসহায়দের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তিনি মনোবল না হারানোর আহ্বান জানিয়ে বলেন শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে, থাকবে। বন্যার ত্রাণ বিতরণে যদি কেউ কোন ধরনের অনিয়ম দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ ফারুক, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও আব্দুল মুকিদ, পইল ইউপি চেয়ারম্যান মঈনুল হক আরিফ, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল খান, রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
একইদিন বিকালে এমপি আবু জাহির লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি আরও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় কৃষকদের পাশে ছিল, আছে এবং থাকবে। এ সময় লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসাইন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj