চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মহান মে দিবস ২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মে দিবসের ১৩১তম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে চুনারুঘাট মধ্য বাজার গোলচত্বর থেকে জাতীয় শ্রমিকলীগ, হোটেল ব্যবসায়ী মালিক-কর্মচারী, রিকশাচালক সহ সকল শ্রেণীর শ্রমিকদের যৌথ উদ্যোগে এক র্যালী বের করা হয়। র্যালিটি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে শেষ হয়।
পরে চুনারুঘাট মধ্য বাজারে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সায়েদুল হক সুমন, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা, কাউন্সিলর রহম আলী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসকু মিয়া মাষ্টার ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া প্রমুখ।
উক্ত মে দিবসের র্যালিতে হাজারও শ্রমিকের ঢল নেমেছে। উল্লেখ্য যে, ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দেন কয়েকজন শ্রমিক। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটি তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন হয়ে আসছে। বাংলাদেশে এ বছর মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj