এস এইচ টিটু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন নসরতপুর রেলগেট সংলগ্নে ঢাকা গামী চলন্ত কলোনী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে এক যুবক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নূরপুর ইউনিয়নের নসরতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নসরতপুর রেলগেট বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কলোনী এক্সপ্রেস ট্রেনটি নসরতপুর নামক স্থানে আসলে ট্রেনের ছাদে দাড়িয়ে থাকা এক যুবক হঠাৎ পড়ে যায়, এসময় স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।তাৎখনিক আহত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।