আব্দুর রাজ্জাক রাজুঃ হবিগঞ্জের চুনারুঘাটে ভাটোয়ারা জালিয়াতি করে প্রাণ কোম্পানির নিকট ৩ কোটি টাকার জমি বিক্রি করার অভিযোগে জেলা প্রশাসক বরাবর অভিযোগ হয়েছে।বুধবার মুখলেছুর রহমান চৌধুরী ইমন তার পৈত্রিক সম্পত্তি রক্ষার সাহায্য চেয়ে জেলা প্রশাসক সাবিনা আলম বরাবর এ অভিযোগ করেন।
অভিযোগে ইমন চৌধুরী বলেন,তার বাবা একজন সহজ সরল লোক।এই সুযোগে তার চাচা রফিক চৌধুরী,মাহবুব চৌধুরী ও সোয়েব চৌধুরী মিলে তার ফুফু সামু চৌধুরীর নাম বাদ দিয়ে ভুয়া বাটোয়ারানামা করে নেন।এবং তাদের অংশ মুলে জমি কমদেন।শুধু তাই নয় ওই বাটোয়ারায় দেওয়ান ফরহাদ নামক ব্যাক্তি তার জীবিত বাবাকে মৃত দেখিয়ে অংশিদারিত্ব নেন।ফরহাদ তার বোন ফারজানা আক্তারের নামও গোপনে কারচুপি করেন।
ইমন আরো বলেন,বাটোয়ারা করার সময় তার ফুফু আমেরিকায় ছিলেন,তার স্বাক্ষরটিও জাল করে দেয়া হয়েছে।রফিক চৌধুরী গংরা জালিয়াতি করে প্রাণ কোম্পানীর চুনারুঘাটস্থ গাজিপুর ইউনিয়নে সিলভান পোল্ট্রি প্রজেক্ট এ জমি বিক্রির পায়তারা করছেন।
ইমন অভিযোগ করে বলেন তার চাচা রফিক চৌধুরী সাথে সব সময় তাদের ভয়ভীতি দেখান। ফলে তার পরিবার প্রতিনিয়ত ভয়ে দিনাতিপাত করছে।
বিষয়টি প্রাণ কোম্পানীর সিলভান পোল্ট্রি প্রজেক্টের দায়ীত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশীদ কে জানালে তিনি ওয়ারিশান সনদ দেখেন এবং জালিয়াতির কথা স্বীকার করেন।সামু চৌধুরীর নাম বাদ দেয়া ঠিক হয়নি বলেও দুঃখ প্রকাশ করে বলেন, কোম্পানী টাকাদিয়ে র্নিভেজাল জমি ক্রয় করবে।এবং আপাদত সে জমিতে কোন রকম রেজিস্টারি না করার মত প্রকাশ করেন।
স্থানীয় চেয়ারম্যান জানান,তার পার্শের ঘর দেওয়ান ফরহাদের বাবা বজলুর রশীদ এখনও জীবিত আছেন।তাকে মৃত দেখিয়ে নিজের নামে অংশিদারিত্ব নেয়া ও সামু চৌধুরীর নাম গোপন করে ওয়ারিশান সনদ নেয়া কোন ভাবে ঠিক হয়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj