নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের শীর্ষ সন্ত্রাসী ডাকাত সর্দার দীপক রায়ের অন্যতম সহযোগী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সোহাগ মিয়া (২৫) কে ছিনতাইয়ের ঘটনায় আটক করেছে জনতা।
বুধবার দুপুরে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ কামড়াপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে জনতার সহযোগিতায় তাকে আটক করে। এ সময় ডাকাত সর্দার দীপক, সুহেল ও তাদের অন্য সহযোগিরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, বুধবার দুপুরে যশেরআব্দা নোয়াহাটি গ্রামের বাবুল সরকারের পুত্র ডাকাত সর্দার দীপক রায় ওরপে সাজু তার সহযোগি সোহাগ ও উমেদনগর গ্রামের তোতা মিয়া ওরপে কিতাব আলীর পুত্র। দীপক ও সোহাগসহ অন্যদের নিয়ে কামড়াপুর ব্রীজ এলাকায় টমটম আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। তখন দীপকসহ অন্যরা পালিয়ে গেলেও সোহাগ জনতার হাতে আটক হয়। পরে গণধোলাই দিয়ে সদর থানা পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দীপক ও সোহাগের নেতৃত্বে শহরের বিভিন্নস্থানে চুরি, ডাকাতি ও ছিনতাই এবং ধর্ষনসহ অপরাধ সংঘটিত হচ্ছে। তাদের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ ছাড়াও একাধিক অভিযোগে মামলা রয়েছে। সম্প্রতি দীপককে ধরতে গিয়ে সদর থানার এসআই মিজানুর রহমানসহ একদল পুলিশ আহত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj