চুনারুঘাট প্রতিনিধি : মাটি কাটার মেশিন লাগিয়ে লুট করে নেয়া হচ্ছে খোয়াই নদীর কূল। দিন রাত চলছে এ অপকর্মটি। স্থানীয় প্রশাসন বিষয়টি দেখেও না দেখার ভান করছেন।
অভিযোগ দিয়েও কোন কাজ হচ্ছেনা। নির্বিচারে মাটি লুটের কারনে ভেঙ্গে যাচ্ছে নদীর কিনার। হুমকীর মুখে পড়ছে পরিবেশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১ মাস যাবৎ উপজেলার গাজীপুর ইউনিয়নের রেমা খেয়া ঘাটের নিকট থেকে মেশিন দিয়ে লুটে নেয়া হচ্ছে পলি মাটি।
স্থানীয় এক ইউপি সদস্যের সরাসরি তত্বাবধানে চলছে মাটি কাটা। প্রতিদিন ১০/১২টি ট্রাকটর মাটি বহনে কাজে ব্যবহার করছেন ওই ইউপি সদস্য।
মাটি লুটের বিষয়টি সরজমিন পরিদর্শনে গেলে ইউপি সদস্য বলেন, চেকানগর গ্রামের এক বাক্তির কাছ থেকে তিনি মাটি কিনে স্থানীয় প্রীতম ব্রিক্সে বিক্রী করছেন। এতে দোষের কিছু নাই বলেও তিনি জানান।
বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরাকে অবহিত করা হলে তিনি এ ব্যপারে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। কিন্তু মাটি লুট গতকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিলো।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj