চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গাভীগাও গ্রামের আঃ রশিদের কন্যা লিমা আক্তার (২২) ও তার শিশুপুত্র শাওনকে পিতার কবল থেকে উদ্ধার করে দিয়েছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের আবুল হোসেনের পুত্র মিছির আলী মীর (৩৫) এর নিজ বসতবাড়ি থেকে লিমা আক্তার ও তার ২ বছরের শিশুপুত্র শাওনকে উদ্ধার করে দিয়েছে চুনারুঘাট থানা পুলিশ।
এ ব্যাপারে লিমা আক্তারের পিতা আব্দুর রশিদ বাদী হয়ে গত মঙ্গলবার হবিগঞ্জ আদালতে ১০০ ধারায় ০৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে উক্ত মামলাটি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান কে আদালত নির্দেশ প্রদান করলে চুনারুঘাট থানার এ.এস.আই আলমাস মিয়া বুধবার বিকেলে কালিশিরী এলাকা থেকে ছেলে ও মাকে পিতার কবল থেকে উদ্ধার করে লিমা আক্তারকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত লিমা আক্তার জানায়, তার স্বামী মিছির আলী তার বাবার বাড়ি থেকে ১ লক্ষ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে এসময় লিমা আক্তার অপারগতা স্বীকার করলে স্বামী মিছির আলী যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন চালায়। ওই এলাকার আবুল হোসেনের পুত্র মিছির আলীর সাথে আঃ রশিদের কন্যা লিমা আক্তারের বিয়ে হয় প্রায় ৫/৬ বছর পূর্বে।
বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নিযাতন করে আসছিল স্বামী মিছির আলী। পরে পুলিশ লিমা আক্তার ও তার শিশুপুত্র শাওনকে তার পিতা আব্দুর রশিদের জিম্মায় দেওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj