চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক গরু চোর নিহত হয়েছে। জানাযায়, শুক্রবার রাত ২টার দিকে উপজেলার চন্ডিছড়া চা-বাগানের হারুন গুঞ্জের গোয়াল ঘর থেকে একই উপজেলার উসমানপুর গ্রামের মৃত মনজুব আলীর ছেলে কুতুব আলী(৪৫)সহ একদল গরু চোর ২টি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা কুতুব আলীকে আটক করে গণপিটুনি দিয়ে হত্যা করে। খবর পেয়ে শনিবার সকাল ১০ টায় চুনারুঘাট থানা পুলিশ কুতুব আলীর লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।