আব্দুল বাছিত, আরব আমিরাত থেকে: আরব আমিরাতের আজমানে ,কে. এম. ট্রেডিং -এর পিছনের বাসায় আগুন লেগে বাসায় থাকা সকল আসবাবপএ পুরে ছাই হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ এবং আজমান ফায়ার সার্ভিস এসে প্রায় ৪০মিনিটের মতো সময় চেস্টা করার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘঠনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া বাসার লোকদের জিজ্ঞেস করে জানা যায়, ভিল্লার পাসে থাকা পাকিস্তানি হোটেল থেকে এ আগুনের সুএপাত হতে পারে বলে মনে করেন তারা।
ঐ ভিল্লায় শুধু বাংলাদেশি ব্যাচেলর এক রুম এবং পাকিস্তানি এক ফ্যামিলি রুম ছিলো।
বসবাসরত লোকদের বেশিরভাগই ছিলেন ডিউটিতে বাসায় ২জন থাকলেও আগুন দেখে তারা বাসা থেকে বের হয়ে আসেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।