ছনি চৌধুরী, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ ঘুরে ॥ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলাসহ চারটি জেলায় ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় পরিবহন শ্রমিকরা। রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিলেট বিভাগের পরিবহন শ্রমিক ও মালিক ঐক্য পরিষদ। পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন জেলা মোটর মালিক গ্রুপ এর সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়। ফলে আজ সকাল থেকে হবিগঞ্জ-সিলেটসহ সকল অভ্যন্তরীণ রুটে বাস, ম্যাক্সিসহ মালিকÑশ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন সকল যান চলাচল বন্ধ থাকবে। এতে করে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার সরকারী-বেসরকারী,বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ । শংখ শুভ্র রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, সিলেট টার্মিনালে চাঁদাবাজি, সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। তিনি বলেন, গত ১ মে সিলেটে মহান মে দিবসের মিছিলে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা প্রবেশ করে অটোরিকশা ভাংচুর করে। এরপর এ ঘটনায় থানায় পরিবহন শ্রমিকদের বিরুদ্ধেই মামলা করা হয়। এই মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে গত ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ধর্মঘটে বাস সহ সব ধরণের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানান তিনি। এদিকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘঁস ডাক দেওয়া চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের । বাহুবল বাস স্টপিজ এ অপেক্ষমান যাত্রী জিলু মিয়া জানান,আমি সিলেট ডাক্তার দেখাতে যাব কিন্তু অবরোধ থাকায় তো যাইতা পাররাম না । নবীগঞ্জের পানিউমদা বাস স্টপিজ এর এক সোনালী ব্যাংক এর কর্মকর্তা জানান, দ্রুত সম্ভব এই জটিল সমস্যা সমাধান করা দরকার না হলে দূর-দুরান্তের যাত্রীদের কঠিন সময় পার করতে হবে । নবীগঞ্জের আউশকান্দি বাস স্টপিজের এক কলেজ ছাত্রী জানান, গত বৃহস্পতিবার বাড়িতে আসছিলাম এই ধর্মঘটের কারণে সিলেট যেতে পারছিনা গত শনিবার থেকে আমার ক্লাস শুরু হয়েছে,কিভাবে যাবো চিন্তায় আছি । উক্ত জটিল সমস্যা দ্রুত নিরসনের জন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেছেন ভুক্তভোগী সাধারণ যাত্রী ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj