এস এইচ টিটু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার সুতাং বাজারে সুখিয়া রবিদাস হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১২টায় থানা ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী।
অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী বলেন, সুখিয়া রবিদাস হত্যার ঘটনার পর থেকে ঐ দিনেই সকালে প্রধান আসামী আবুল কালাম আজাদ শাইলু মিয়াকে তার বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হই।এবং গত রবিবার রাতে অপর আসামী চানপুর গ্রামের শিপন মিয়া(৩০)কে গ্রেফতার করা হয়েছে।অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান চলছে।
তিনি বক্তব্যে বলেন,ঘাতক সাইলু মিয়া প্রায় সময়ই নিহত ভিকটিম সুখিয়া রবিদাস এর বাড়ীতে আসা যাওয়া করিত এবং গত ১১/০৪/২০১৭ তারিখ ২০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে সে প্রায় ২ মাস জেল হাজত বাস করে ঘটনার ২ দিন আগে জামিনে মুক্তিলাভ করে উক্ত হত্যাকান্ডের ঘটনাটি সংঘটিত করিয়াছে।এছাড়াও ঘাতক সাইলু মিয়ার বিরুদ্ধে অপর একটি হত্যা মামলা সহ আরো ১৮টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।যাহাতে দেখা যায় যে,সে ১৮বারই গ্রেফতার হয়েছে।সুখিয়া রবিদাস হত্যার পুরো বিষয়টি মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাগণ সরজমিনে তদন্ত তদারকী করিয়াছেন।তাহাদের নির্দেশনা মোতাবেক দ্রুত তদন্ত সমাপ্ত করিয়া অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন- প্রধান আসামী সাইলুসহ অন্যান্য আসামীদের যেনো দৃষ্টান্ত মুলক শাস্তি হয় এ ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে।
উল্লেখ্য,গত ১০জুন শনিবার সকালে শায়েস্তাগঞ্জের সুতাং বাজার এলাকার মৃত মনি লাল রবিদাসের স্ত্রী সুখিয়া রবিদাসকে ঘাতক শাইলু মিয়া একটি কাঠের টুকরা দিয়ে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন-শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমী, সাংবাদিক মইনুল হাসান রতন,কামরুল হাসান, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মিজানুর রহমান সুমন, মামুন চৌধুরী, সাখাওয়াত হোসেন টিটু, শাহ মস্তুফা কামাল,মাসুক ভান্ডারী প্রমুখ।
সুখিয়া রবিদাস হত্যার ঘটনায় নিহতের ছোট বোন সুমা রবিদাস বাদী হয়ে গত সোমবার শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj