চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে টমটম ছিনতাই করতে ব্যর্থ হয়ে চালককে মেরে আহত ও গাড়ী ভাংচুর করেছে একদল ছিনতাইকারী।
পরে স্থানীয় জনতার হাতে গণপিটুনির স্বীকার হয় এক ছিনতাইকারী।
গত বৃহস্পতিবার রাত প্রায় ১২টায় চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামে এ ঘটনা ঘটে। মামলা ও এলাকা সূত্রে জানা যায়, ওই দিন উপজেলার শ্রীকুটা বাজার থেকে কয়েকজন মধ্যবয়সী যুবক কেউন্দা যাবার কথা বলে মকলিছ মিয়ার টমটমে উঠে।
টমটম টি গ্রামের মাদারী বাড়ীর নিকট পৌঁছলে আরো কয়েকজন যুবক গাড়ীর পথরোধ করে টমটম ছিনতাই করার লক্ষ্যে মকলিছ মিয়াকে মার-ধোর করা শুরু করে। তখন মকলিছ মিয়ার সোর-চিৎকারে গ্রামের লোকজন জড় হয়। ততক্ষণে ছিনতাইকারীরা টমটম ভাংচুর করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকরীদের একজন সোনা মিয়াকে হাতের নাগালে পেয়ে উপস্থিত জনতা গণপিটুনি দেয়।
ছিনতাইকারী একই গ্রামের হওয়ায় স্থানীয় মুরব্বীরা সালিশ-বৈঠকের মাধ্যমে বিচার সম্পন্ন হওয়ার মোছলেখায় তাকে ছেড়ে দেয়া হয়। পরে অভিযুক্ত সোনা মিয়া ও তার দলবল সালিশের বিষয়টি এড়িয়ে গেলে টমটম গাড়ীর মালিক মকলিছ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে এগার জনসহ চার-পাঁচ জন অজ্ঞাত এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জানা যায়, ছিনতাইকারীরা কেউন্দা গ্রামের বাসিন্দা যথাক্রমে মৃত আ. হাসিমের পুত্র সোনা মিয়া (৪৩), সোনা মিয়ার পুত্র বিল্লাল মিয়া (২৫), মৃত হাসিমের পুত্র ছালেক মিয়া (৪৬), দরবেশ মিয়ার পুত্র মখলিছ মিয়া (৩২), আকলিছ মিয়া (২৫), কবীর মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, ছগির মিয়ার ছেলে টিপু মিয়া, মৃত আ. মজিদের ছেলে বশির মিয়া, ছগির মিয়া, মৃত তারা মিয়ার ছেলে জুনেল মিয়া, মৃত আলফি মিয়ার ছেলে দরবেশ মিয়া।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj