চুনারুঘাট প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি ১২০৬৮ (শামছুদ্দিন-সাবেরা) চুনারুঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকাল ৩টায় কমিটি গঠন লক্ষে প্রায় দুই শতাধিক সহকারি শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এএইচ এম শামছু মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ কদ্দুছ মিয়া সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-ক্রীড়া সম্পাদক কাজী আব্দুল মন্নান মোহাম্মদ মহসীন মান্নান।
স্বাগত বক্তব্য রাখেন-খালেদুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-সমিতির সাবেক চুনারুঘাট উপজেলার আহবায়ক অবসর প্রাপ্ত সহ-শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ। এতে বক্তব্য রাখেন- সিনিয়র-সহ শিক্ষক রুহুল আমিন খান, মোহাম্মদ জায়েদ খান, কাঞ্চন কুমার দেব পিংকু, মোঃ আব্দুর রশিদ, মোঃ তৈয়বুর রহমান তালুকদার নান্নু, মোঃ জসিম উদ্দিন, পপি রানী দেব, নাজমা আক্তার, মাহমুদ হাসান তারেক, মোশাহিদুল ইসলাম, কামরুল ইসলাম হেলাল, মোঃ নুরুজ্জামান, কবি কামাল আহমেদ, মোঃ শাহাজাহান মোল্লা।
সভায় সর্বসস্মতিক্রমে বড়াব্দা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মোঃ শাহজাহান মোল্লাকে সভাপতি, মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবুল বাশার শিবলীকে সাধারন সম্পাদক, চুরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কদ্দুছ মিয়া যুগ-সাধারন সম্পাদক, দক্ষিণ পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ তৌফিকুল ইসলাম রুমনকে সাংগঠনিক সম্পাদক, পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিল্পি রানী দেবকে মহিলা সম্পাদিকা করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়। শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি পরে প্রকাশ করা হবে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাস্টার মাহমুদুুর রহমান ও গীতা পাঠ করেন পপি রানী দেব।
পরে নব-নির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ হযরত শাহ জালাল (রাঃ) এর সঙ্গী সিপাহসালার সৈয়দ নাছির উদ্দিন (রাঃ) মুুড়ারবন্দে শায়িত ১২০ আউলিয়ার মাজার জিয়ারত ও শিক্ষকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে তাদের দায়িত্বভার গ্রহণ করেণ।