স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নিশাপট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
পাশাপাশি মিড্ ডে মিল চালু উদ্বোধন করা হয়। শনিবার দুপুর ১২টার দিকে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরে আলম মঞ্জু।
প্রধান শিক্ষক এবিএম আব্দুল বাছিত সেলিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়ির শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইব্রাহিম আলী, ইউপি মেম্বার আব্দুস শহীদ, মহিলা মেম্বার লাকী আক্তার, ফরিদ আক্তার, জয়নাল খান, দাতা সদস্য জবেদ আলী তালুকদার ও সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।
পরে নিশাপট গ্রামের কৃতি সন্তান মোঃ আব্দুর কাইয়ুম মাষ্টারের অর্থায়নে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুর খাবারসহ টিফিন বক্স বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি আব্দুর রশিদ তালুকদার ইকবালকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে।