নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। তাই আওয়ামী লীগ সরকার দেশে যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বেশি উন্নয়ন কাজ পরিচালনা করেছে।
এছাড়াও যানজন নিরসনসহ যোগাযোগের উন্নয়নে আরো প্রকল্প বর্তমানে চলমান। শনিবার বিকালে ৭০ লাখ টাকা ব্যয়ে করাব নোয়াবাড়ি ব্রীজ হতে সুতাং নদী পর্যন্ত রাস্তা আর সি.সি দ্বারা নির্মান কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, পূর্বের হবিগঞ্জের চেয়ে বর্তমানে হবিগঞ্জ অনেক উন্নত। আর আগামীদিনে হবিগঞ্জ হবে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া, যোগাযোগ ব্যাবস্থাসহ সকল ক্ষেত্রে আরো উন্নত এবং পরিপূর্ন হবে। সেইসাথে দূর করা হবে শহরের সাথে গ্রামাঞ্চলের ব্যাবধান।
উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আরম আজাদ, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনু, লাখাই উপজেলা পল্লী বিদ্যুৎসমিতির পরিচালক এমএ মতিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাইল আহমদ, ৫নং করাব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কদ্দুছ মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট খোকন গোপ, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, করাব ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান দুলাল প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj