আজিজুল হক নাসিরঃ নিজের মা-বাবা, চার ছেলে ও এক ছোট ভাই সহ হাজারো অধীক কবর খুড়েছেন চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের মৃতঃ সৈয়ব উল্লাহ মীরের বৃদ্ধ পুত্র মীর তারা মিয়া (৭৫)।
দিন মজুর তারা মিয়া কবর খুড়া শুরু করেন দশ বছর বয়স থেকে। এর পর একে একে আশ পাশে কোন মুসলমানের মৃত্যুর সংবাদ পেলেই কোদাল কাঁধে ছুটে চলেছেন গুরুস্থানে। স্বাধীনতা যুদ্ধের সময়ও অনেক কবর খুড়েছেন তিনি।
এই বৃদ্ধ বয়সেও কবর খুড়ে চলেছেন তিন কন্যা ও ছয় পুত্রের জনক মীর তারা মিয়া। আজ ১১ জুলাই মঙ্গল বারও তাকে পার্শ্ববর্তী গেরারুক গ্রামে কবর খুড়ার উদ্দেশ্যে রিকসা যোগে রওয়ানা করতে দেখা গেছে। দিন মজুর মীর তারা মিয়া জানান, কবর খুড়ার বিনিময়ে তিনি কারো কাছ থেকে কোন পারিশ্রমিক গ্রহন করেন না। আল্লাহর সন্তুষ্টির জন্যই এ কাজ করে চলেছেন তিনি। তিনি সকলের নিকট তার সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেছেন।