মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষ্ণপুরে শাহানা বেগম (৩৫) হত্যার ৪ মাসের মধ্যে মামলার রহস্য উদঘাটন করেছে হবিগঞ্জ পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিবিআই)। মামলার প্রধান আসামী পলাতক সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে পিবিআই সদস্যরা।
গত মঙ্গলবার হত্যার দায় স্বীকার করে সিদ্দিক মিয়া হবিগঞ্জ আমলি আদালত ৬ কাউছারুল আলমের আদালতে জবানবন্দি প্রদান করেন।
হবিগঞ্জ পিবিআই শাখার পরিদর্শক ফরিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান গত ১৮ জুলাই ভোরে গোপন সূত্রে খবর পেয়ে মামলার প্রধান আসামী সিদ্দিক মিয়াকে নরসিংদীর শিবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিদ্দিক উপজেলার শাহজাহানপুর জালোয়াবাদ গ্রামের তাহের মিয়ার ছেলে।
আদালতে সিদ্দিক মিয়া জবানবন্দিতে বলেন, গত ২৫ মার্চ রাতে নারী সংক্রান্ত ঘটনার জের ধরে জালুয়াবাদ গ্রাম থেকে শাহানাকে সুকৌশলে ঘর থেকে ডেকে নিয়ে তার অন্যান্য সহযোগিদের নিয়ে নির্মমভাবে খুন করে পার্শ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের একটি কবরস্থানে মাটির নিচে পুতে রাখে। ২৭ মার্চ গ্রামবাসী একটি মরদেহের হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গ্রামবাসীর সহযোগিতায় মাটি খুড়ে শাহানার লাশ উদ্ধার করে। মামলাটি প্রথমে মাধবপুর থানা পুলিশকে তদন্ত দিলে পুলিশ এর কোনো রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। পরে মামলাটি পুলিশের বিশেষ তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিবিআই) হবিগঞ্জ শাখাকে তদন্তের ভার দেওয়া হলে পুলিশ মামলার প্রধান আসামী সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করলে মামলার জট খুলে।
পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, শাহানা হত্যার অন্যান্য ঘাতকদের গ্রেপ্তার করে শিঘ্রই আদালতে বিচারের জন্য অভিযোগপত্র দাখিল করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj