চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার গেরারুক গ্রামস্থ গেরারুক-জারুলিয়া সরকারি রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করে বৃক্ষ রোপন করায় এক দম্পতিকে এক মাসের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, গত দু-মাস পূর্ব থেকে ওই রাস্তাকে কোদাল দিয়ে চার বার কেটে ফেলে যান চলাচল বন্ধ করে দেয় উপজেলার গেরারুক গ্রামের মৃতঃ মরম আলী জমাদারের মেয়ে মিনারা খাতুন (৪০) ও তার স্বামী গাদিশাল গ্রামের মৃতঃ রুস্তম মিয়ার পুত্র কাজল মিয়া (৫০)।
এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান-মেম্বার ও মুরুব্বিয়ানরা একাধিক বার শালিশ-বৈঠক করে ব্যর্থ হলে গত ৫ জুলাই এলাকাবাসীর পক্ষে গেরারুক গ্রামের হাজী আঃ রশিদের পুত্র শফিকুল ইসলাম বাদী চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
এর প্রেক্ষিতে গত ১৮ জুলাই বিষয়টি সরেজমিনে তদন্ত করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা। তদন্ত শেষে, তিনি ওই মিনারা বেগমকে পরবর্তী নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত ওই রাস্তায় কোন প্রকার গলযোগ সৃষ্টি হয় এমন কিছু থেকে বিরত থাকার নির্দেশ দেন। কিন্তু, একদিন পরেই (২০ জুলাই) মিনারা ও তার স্বামী কাজল মিয়া ওই রাস্তার একশো মিটারের উপরে বেড়া দিয়ে শতাধিক বৃক্ষের চারা রোপন করে প্রায় তিন হাজার লোকের চলাচল একেবারে বন্ধ করে দেয়।
ব্যাপারটি এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে মিনারা ও তার স্বামীকে রাস্তা বন্ধ করে বেড়া ও বৃক্ষ রোপনের কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে উভয়েই কোন সদোত্তর না দিয়ে উচ্যবাচ্য শুরু করলে চুনারুঘাট থানার এস,আই সেলিম হোসেন নেতৃত্বে একদল পুলিশ ওই দম্পতিকে গ্রেফ্তার করে থানায় নিয়ে আসেন।
পরবর্তীতে, একই দিন বিকেল পাঁচটায় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই দম্পতির উভয়কে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এবং রাস্তাটিকে পূনরায় জন ও যান চলাচলের উপযোগী করে নেয়ার অনুমতি দেন এলাকাবাসীকে। এই রায়ে, সন্তুষ্ট হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার অতিষ্ট জন সাধারণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj