আজিজুল হক নাছির, চুনারুঘাট : চুনারুঘাটে দু'টি রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কালাম চেয়ারম্যান বাজার থেকে শাইলগাছ ও গনেশপুর চৌধুরী বাজার হতে নোয়াবাদ পর্যন্ত দুইটি রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চুনারুঘাট-মাধবপুর অাসনের সংসদ সদস্য এ্যাড. মাহবুব আলী। পরে অালোচনা সভায় পাইকপাড়া ইউননিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাবেক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হালিমুর রশীদ কাজলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটিয়াজুরি ইউ.পি চেয়ারম্যান আব্দুর রশীদ, শানখলা ইউ.পি চেয়ারম্যান সবুজ তরফদার, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, উপজেলা যুবলীগের সভাপতি অালহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মরতুজ আলী সরদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, সদর ইউপি আওয়ামীগের সেক্রেটারি মো. রইস উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, বিশিষ্ট সমাজসেবক মো. জাকির হোসেন পলাশ, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, যুবলীগ নেতা শেখ আ. রউফ, উপজেলা ছাত্রলীগ যুগ্ম অাহবায়ক শফিকুল ইসলাম রুবেল, শফিকুর রহমান খাঁন, ছাত্রলীগ নেতা সায়েম তালুকাদার প্রমুুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ২০১৮ সালের ২৯জুনের মধ্যে চুনারুঘাটে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবে। অচিরেই বাল্লা স্থল বন্দরে ভারত-বাংলাদেশ উভয় দেশের মানুষকে কর্ম করার সুবিধা নিশ্চিত হবে। তিনি আরো বলেন, যোগাযোগ মন্ত্রীর নিকট শায়েস্তাগঞ্জ থেকে বাল্লা পরিত্যক্ত রেল লাইনকে পূনঃরায় চালু করার সুপারিশ করেছেন।
এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীমের প্রয়াত বাবা আবুল কালাম চেয়ারম্যানের চুনারুঘাট আওয়ামীলীগকে সুসংগঠিত করার লক্ষে বিভিন্ন অবদান উল্লেখ করে তাকে ও এলাকার প্রয়াত অনেক আওয়ামীলীগ নেতাদের শ্রদ্ধার সাথে স্বরণ করেন তিনি।
সভায়, সকল বক্তারাই নিজ ইউনিয়নের উন্নয়নে তৎপরতার জন্য চেয়ারম্যান শামীমের ভূঁয়সী প্রশংসা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj