রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের শ্রীকুটা হতে ঘরগাঁও বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা সেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে।
রাস্তা চলাচলে এলাকাবাসীর ভোগান্তি দূর করতে আজ শনিবার সারাদিন দৃঢ় প্রচেষ্টা ও নিজ অর্থায়নে সেচ্ছাশ্রমের মাধ্যমে ইট, বালু, কংক্রিট ও সুরকির মিশ্রনে রোলার দিয়ে রাস্তাটি সংস্কার করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সংস্কারের পূর্বে সড়কটি ছিল ঝুঁকিপূর্ণ।
প্রতিনিয়ত ঘটতো ছোট-বড় দূর্ঘটনা। এ সড়ক দিয়ে আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করতে হয়। রাস্তার বেহাল দাশার একমাত্র কারণ বালুবাহী ড্রাম ট্রাক, ট্রাক্টর। দিন-রাত বিরতিহীনভাবে বালু খেকুরা বালু বহনে ট্রাক্টর, ড্রাম ট্রাক ব্যবহার করে। ফলে রাস্তাটি দিনকে দিন জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছিল। চলাচলে অযোগ্য হয়ে পড়ায় স্থানীয়দের কষ্ট বেড়েই চলছিল।
এই রাস্তা ধরে ১২০আউলিয়ার মাজার শরীফ মুড়ারবন্দ আসা-যাওয়া করতে হয়। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন হাজার হাজার ভক্ত আশেকান। গুরুত্বপূর্ণ এ সড়ক সংস্কারের অভাবে স্থানীয় যোগাযোগ ব্যবস্থাও প্রায় অচল হয়ে পড়েছিল। অচল যোগাযোগকে সচল করার উদ্দেশ্যে এলাকাবাসীর সমন্বয়ে শারীরিক শ্রমে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করেন।
এসময় তিনি বলেন, রাজনীতি বা সমাজকর্ম যাই বলুন না কেন, প্রথমেই সাধারণ মানুষের সাথে মিশতে হবে। আমি সাধারণের কষ্ট-দীর্ঘশ্বাস দেখে বসে থাকতে পারি না। পাশে দাঁড়াতে আপ্রাণ চেষ্টা করি। উপজেলার জরাজীর্ণ রাস্তাগুলো সংস্কার করা আমি মনে করি, জরুরি হয়ে পড়েছে। তাই যথাসাধ্য কাযর্ক্রম চালিয়ে যাচ্ছি। তিনি সমাজের উন্নয়নে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।প্রসঙ্গত, তিনি ইতোমধ্যে উপজেলার চারটি ঝুঁকিপূর্ণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj