আব্দুর রাজ্জক রাজুঃ দীর্ঘদিন যাবৎ সৃষ্ট চুনারুঘাট বাজারের যানজট মুক্ত করতে কঠোর অবস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। এ লক্ষে গতকাল রবিবার দুপুরে চুনারুঘাট মধ্য বাজার থেকে শুরু করে দক্ষিন বাজার পর্যন্ত ভোল্ডরোজার নিয়ে অভিযান করেন তিনি।
এ সময় ফুটপাতে রাস্তা দখল করে বসানো দোকান গুলো তুলে দিয়ে, যান চলাচল স্বাভাবিক করেন।দীর্ঘ দুই ঘন্টার অভিযানে পথচারী ও ভুক্তভোগীদের স্বস্তি ফিরে আসে।শতশত জনসাধারণ ইউএনও সিরাজাম মুনিরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-প্রতিদিন এই অভিযান যেন অব্যাহত থাকে।অভিযানের সময় ৫/৬ জন সিএনজি চালক কে আটক করলেও পরে তাদের সাবধান করে ছেড়ে দেয়া হয়।এ সময় তার সাথে ছিলেন চুনারুঘাটের পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক,এস আই সেলিম আহম্মেদ ও দারোগা দেলওয়ার হোসাইন।
উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ চুনারুঘাট বাজারের যানজট একটি কঠিন সমস্যা হয়ে দাাড়িয়েছে।বাজারের উত্তর দিক থেকে দক্ষিন দিকে যেতে দু এক ঘন্টা সময় নষ্ট হয়।এতে করে রোগী,স্কুল কলেজের ছাত্রছাত্রী ও দূরপাল্লার যাত্রী সাধারণের মারাত্মক অসুবিধে হয়ে আসছিল।৪০ বছর ধরে বাজার কমিটি না থাকায়,নামে মাত্র মৌখিক কমিটি'র কমান্ড মানতে নারাজ অধিকাংশ ব্যবসায়ীরা।স্বঘোষিত কমিটি'র দায়ীত্বশীলতা ও ব্যববসায়ীদের সাথে সমন্বয়ের অভাবে কেউ কারো কথা শুনছেন না বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
এ ছাড়া দিনের বেলা পণ্যবাহী গাড়ী পার্কিং করায় যানজট আরো তীব্র রূপ ধারন করছে।সব মিলিয়ে হযবরল এক অবস্থায় উপজেলার প্রাণকেন্দ্র এই শহর।এর উত্তরণে কঠোর ভাবে কাজ করতে মাঠে নামছেন-চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা। এতে সাধারন মানুষের সহযোগীতা ও সাড়া পেয়েছেন ইতিমধ্যেই।ভোক্তভোগী সাধারণ মানুষের দীর্ঘনিশ্বাস দুর করতে সকলের সহযোগীতায় চুনারুঘাট বাজারের যানজট নিরসনে এগিয়ে আসলেই হল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj