প্রেস বিজ্ঞপ্তি : বানিয়াচংয়ের বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের উপর হামলা ও তাকে হত্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্যানেল চেয়ারম্যান ফারুক মিয়ার সভাপতিত্বে এবং সাবেক মেম্বার লুৎফুর মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আঙ্গুর, উপজেলা আওয়ামী লীগ সদস্য ডাঃ শফিউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, সাবেক মেম্বার তালেবর মিয়া, কামরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য মহিদ মিয়া, মনু মিয়া, মতিউর রহমান, সুফী মিয়া, আব্দুল হালীম, আবু তালেব, আবুল কালাম, ওয়াছির মিয়া, রাহেলা হক, শাহেদা বেগম, স্বপ্না বেগম, পরিষদের সচিব অরুণ কুমার দাশ, উদ্যোক্তা জেআর অসীম প্রমুখ।
বক্তারা বলেন, গত শুক্রবার সকাল ৮টায় শিবগঞ্জ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে একদল সন্ত্রাসী চেয়ারম্যান হাবিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
পরে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে উদ্দেশ্য প্রণোদিতভাবে চেয়ারম্যান হাবিবুর রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি হত্যা মামলার আসামী করে। তারা অবিলম্বে এ মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার এবং হামলাকারীসহ মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj