কামরুল হাসান : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনে কর্মমুখি মানুষের ভিড় বাড়ছে। পবিত্র ঈদুল আযহায় নারীর টানে যারা বাড়ী ফিরেছিলেন, ছুটি শেষে ফিরছেন কর্মস্থলে।
ঈদের সরকারি ছুটি শেষ হয়েছে গত সোমবার। আর বেসরকারি বেশির ভাগ প্রতিষ্ঠানের ছুটি শেষ হয়েছে বৃহস্পতিবার। তারপর যারা অতিরিক্ত ছুটি ভোগ করেছেন তারা এখনো ফিরেছেন কর্মস্থলে।
শুক্রবার দুপুরে জেলার একমাত্র শায়েস্তাগঞ্জ রেল জংশন গিয়ে দেখা যাত্রীদের উপচেপড়া ভিড়। সকাল থেকে রাত অবধি পযর্ন্ত রেল স্টেশনে যাত্রীদের ভিড়ে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন রেল কর্মকর্তা, কর্মচারীরা।
প্লাটফর্মে যাত্রীরা গাদাগাদি করে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ট্রেনের। প্রতিটি আন্তনগর ট্রেন স্টেশনে থামতে না থামতেই অনেক যাত্রী লাফিয়ে উঠে যান ট্রেনে। ভিতরে জায়গা না হওয়ায় অনেক যাত্রী ট্রেনে ছাদে ছড়ে ভ্রমণ করছেন গন্তব্যে। স্থানীয় লোকজনের সহযোগীতায় ট্রেনে মই লাগিয়ে যাত্রীরা ছাদে উঠছেন। কষ্ট হলেও কর্মস্থলে ফিরতে হবে।
সহকারি স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিধার্রিত ৩ মিনিটের যাত্রাবিরতীর ট্রেনে কমপক্ষে ১৫-২০ মিনিট পযর্ন্ত থামিয়ে রাখতে হচ্ছে। অতিরিক্ত যাত্রী থাকার ফলে বাধ্য হয়েই ট্রেন বিলম্বে ছাড়তে হয়।
জংশনের স্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম বলেন, ঈদের ছুটি শেষ হয়েছে কয়েকদিন আগেই। মিল কারখানা, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের ছুটি বেশি হওয়ায় ট্রেনে অতিরিক্ত চাপ পড়েছে। ঢাকার চেয়ে চট্টগ্রামগ্রামী ট্রেনগুলো যাত্রীর চাপ বেশি। তবে আগামী দু’একদিনের মধ্যে যাত্রীর চাপ কমে যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj