হাবিবুর রহমান জুসেফ ও মো: শাহীন আহমেদ,শায়েস্তাগঞ্জ থেকে:-
শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এণ্ড হাইস্কুলের আয়োজিত দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলার সমাপ্তি হয়েছে সোমবার। মেলার প্রথম দিন রবিবার সকাল ১০ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খুরশেদ আলীর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আঃ রকিবের পরিচালনায় প্রধান অথিতি থেকে মেলার শুভ উদ্ভোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক জনাব জয়নাল আবেদিন।২য় দিনেও মেলা প্রাঙ্গনে দর্শনার্থীদের ভিড় কম ছিলো না। বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্র ছাত্রী ও শিক্ষকদের আগমনে আরো মুখরিত হয়ে ওঠে এ বিজ্ঞান মেলা।এতে স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে, মেলায় বিজ্ঞান ছাড়াও চারু কারুমেলা, বানিজ্য বিভাগ, বাংলা ও ইংরেজী বিভাগ, আদর্শ পারিবারিক বিভাগ, কৃষি স্টল গুলোর মধ্যে মোসুমী ফসল উল্লেখযোগ্য ও দেখার মতো ছিলো।তাছাড়া ছাত্র ছাত্রীদের নিজেদের তৈরী বিভিন্ন প্রজেক্ট ও যন্ত্রপাতি বিশেষ ভাবে মন আকর্ষন করেছে। বিশেষ করে লেবু দিয়ে LED লাইট জ্বালানো, অভিস্রবন পরিক্ষা, সাইক্লোইড এসিড ও লবন দ্ধারা ডিমের ঘনত্ব পরিক্ষা, তাছাড়া ব্লাড টেষ্ট, প্রেসার ও ডায়বেটিস নির্নয়ে আকর্ষন ছিলো দর্শনার্থীদের।
এছাড়া পুরো স্কুল এরিয়ায় প্রাইমারী সেকশনের ছাত্র ছাত্রীদের নিজের হাতে আঁকা ছবির দৃশ্য গুলো ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকটাই। দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিয়ম শৃঙ্খলা ও নিরাপত্তার কম ছিলোনা কিছুতেই। আবার অনেক ভিজিটররা ছাত্র ছাত্রীদের প্রজেক্ট সম্পর্কে প্রশ্নের মাধ্যমে তাদের কাছ থেকে উত্তর জেনেছেন। তাছাড়া প্রথম দিনের উত্সাহে দ্বিতীয় দিনেও ছাত্র ছাত্রীরা আবিষ্কার করে নতুন নতুন প্রজেক্ট। একাডেমীর সহকারী শিক্ষক শফিকুর রহমান, আবিদা খাতুন. দেলোয়ার হোসেনের মন্তব্য ছিলো এই মেলার আয়োজনে আমাদের শিক্ষার্থীরা আরো অনেক দূর এগিয়ে যাবে। পরে ১০ম শ্রেনীর শিক্ষার্থী রুমি, ডলি, জাকির ও খাদিজার মন্তব্যানুসারে তারা এ মেলা তাদের উত্সাহ দ্বিগুন বাড়িয়ে দেয়, এবং তাদের তৈরী রাসায়নিক ও গনিতের প্রজেক্টে দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিলো। এতে তারা খুবই আনন্দিত। বিকাল ৪ ঘটিকায় স্কুলের প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ আঃ শহীদ ও প্রধান শিক্ষক জনাব নুরুল হক বলেন আমাদের বিজ্ঞান মেলার মুল কাজ হল শিক্ষার্থীরা তাদের সৃজনশীল সৃষ্টির মাধ্যমে বিশেষ করে বিজ্ঞানের বিষয় গুলো বাস্থ্যবে তুলে ধরতে সক্ষম হবে।পরে ছাত্র ছাত্রীদের সফলতা কামনা করে এ মেলার সমাপ্তি ঘোষনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj