চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অব্যাহতভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে দূর্গাপূজার সামগ্রী ও উপকরণ ফলমূল, ডাল, তেল, হলুদ, মরিচ, আতবচাল, সবজি থেকে শুরু করে বেড়েছে মসলার দাম।
সরেজমিনে বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, চিনির দাম বেড়েছে কেজিতে ১০-২০ টাকা। আর বিভিন্ন ধরনের মসলার দাম বেড়েছে কেজিতে ১০০ টাকারও বেশি। বরাবরের মতো চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাকে দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা। তবে ক্রেতারা জানান, বাজার কারসাজি করেই দাম বাড়ানো হচ্ছে।
আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবারে শুরু হচ্ছে শারদীয় দূর্গোৎসব। প্রতি বছরই এ শারদীয় দূর্গো পূজায় ফলমূল, ডাল, তেল, হলুদ, মরিচ, আতবচাল, সবজি সহ দূর্গাপূজার সামগ্রী উপকরন। কিন্তু এবার পূজার আগেই নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বেড়েছে। গত এক সপ্তাহের তুলনায় ২৪ সেপ্টেম্বর রবিবার সবজির দাম দিগুন বেড়ে গেছে। মুগডাল, ছোলা ডাল কেজিতে ১০ টাকা। আর বিদেশি ছোলা ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
এদিকে গত সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ব্র্যান্ডের পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। হলুদ, মরিচ, চিনির দাম বেড়েছে ৬ টাকা। আতব চাল প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা। ফলমূল কেজিত ২০ থেকে ৩০ টাকা ধরে বিক্রি করছেন।
এদিকে সবজির বাজারে ঘুরে দেখা যায়, মিষ্টি কুমড়া ছোট সাইজের ১০০ থেকে ১২০টাকা, বড় সাইজের ২০০ থেকে ২৫০ টাকা, টমেটো প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা, আলু প্রতি কেজি
৩০ থেকে ৩৫ টাকা, জালি কুমড়া ছোট সাইজের ৮০ থেকে ৯০ টাকা, বড় সাইজের ১২০ থেকে ২০০ টাকা, মোল্লা প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা, কাছা মরিচ প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, তিতকরলা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, দেড়শ প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা, বেগুন প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা ধরে বিক্রি করছেন বিক্রেতারা। পূজার আগ মুহুর্তে বাজারে লাগামহীন থাকায় সাধারন মানুষ এখন দিশেহারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj