নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে চেক পোষ্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশী শুরু হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনকোনা পুকুর পাড় ও থানার মোড়ে চেক পোষ্ট বসিয়ে প্রায় অর্ধ শতাধিক মোটর সাইকেল আটক করা হয়।
সন্ধ্যায় যাচাই বাচাই শেষে ৬টি আটক ও ২টি মামলা দিয়ে বাকিগুলো ছেড়ে দেয়া হয়েছে।
তবে অন্যান্য দিনের তল্লাশীর চেয়ে সোমবার তল্লাশী করার সময় বিশৃংঙ্কলা সৃষ্টি হয় চেকপোষ্টগুলোতে।
সরজমিন দেখা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র থাকা স্বত্তেও মোটর সাইকেল আটকানোর ফলে পুলিশের বাকবিতন্ডা হয়েছে। আবার দেখা গেছে, কাগজপত্র থাকার পর দায়িত্বরত এসআই মোটর সাইকেল ছেড়ে দিলেও কনস্টেবলরা মোটর সাইকেল আটক করছে।
এ নিয়ে সাংবাদিকসহ বেশ কয়েকজনের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে।
সদর থানার এসআই ইকবাল বাহার ও এএসআই আব্দুল লতিফ জানান, প্রায় অর্ধ শতাধিক মোটর সাইকেল আটক করা হয়। কাগজপত্র যাচাই বাচাই করে ৬টি রেখে বাকীগুলো ছেড়ে দেয়া হয়েছে এবং ২টি মামলা দেয়া হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।