ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কৃষক ফুল মিয়া হত্যাকান্ডের ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
(২৭ সেপ্টেম্বর) বুধবার বেলা সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৫ অক্টোবর একটি তুচ্ছ বিষয়ের জের ধরে চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র কৃষক ফুল মিয়াকে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল ওয়াহাবের পুত্র আরজু মিয়া ও তৈয়ব আলীসহ কয়েকজন তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়।
পরে সেখানে তারা ফুল মিয়ার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ফুল মিয়াকে হত্যা করে। হত্যাকান্ডের পর আসামীরা নিহত ফুল মিয়ার লাশ বাড়ির পাশে একটি ক্ষেতে ফেলে রাখে। পরে এঘটনায় নিহত কৃষ ফুল মিয়ার বড় ভাই আব্দুল মন্নান বাদী হয়ে চুনারুঘাট থানায় চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত। ফাঁসির দ-প্রাপ্তরা হলো- চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র আরজু মিয়া (৪০), তৈয়ব আলী (৩৫), রফিকুল ইসলাম (৩৭) ও তৈয়ব আলীর পুত্র সফর উদ্দিন (২২)।
রায় ঘোষণার পর আদালতে অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক জানান, কৃষক ফুল মিয়া হত্যাকান্ডের রায়ে তিনিসহ মামলার বাদী সন্তুষ্ট। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামীর স্বজনরা জানান । নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকার পরও এ রায় ঘোষণা করা হয়েছে। উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj