ফারুক মাহমুদ, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের লস্কর ম্যানশনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ উপদেষ্ঠা ও চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মর্তুজ সরদার, মীর নূরুল ইসলাম কবির, ছারোয়ার আলম আজাদ, আতাউর রহমান মিলন, উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাষ্টার মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে জন্মদিন পালন সম্পন্ন হয়।