নাসির উদ্দিন লস্কর : প্রকৃতির সাথে যুদ্ধ করে ফসল গড়ে তুলটা কৃষকদের কাছে নতুন কোনও ঘটনা নয়। তবে গেলো বোরো মৌসুমে আগাম বন্যা ও শিলাবৃষ্টির ভয়াবহতা এতটা বেশি ছিল চোখের সামনে পোয়াতি এবং পাকা ধানগাছ ভেসে যেতে দেখা ছাড়া করার কিছুই ছিল না তাদের।
তারপরও ভেঙ্গে পড়েননি মাধবপুরের কৃষক কূল। বোরো ধান অর্ধেকেরও বেশি পানিতে ভেসে যাওয়ার ধাক্কা সামাল দিয়ে এবার তারা স্বপ্ন দেখছেন রোপা আমনকে ঘিরেই। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে এ ফসলের চাষ। তাছাড়া বাম্পার ফলনের আশা করছেন কৃষক এবং সরকারি কর্মকর্তারা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বর্তমান সময়ে রোপা আমন চাষে ব্যস্ত সময় পাড় করছেন উপজেলার ১১টি ইউনিয়নের কৃষকরা। সবকয়টি ইউনিয়নেই বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারোহ দৃশ্যমান।
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আমনের এ মৌসুমে অনেকটাই দুশ্চিন্তামুক্ত থাকেন তারা। কারণ এ সময় নেই শিলাবৃষ্টি, কালবৈশাখীর অথবা আগাম বন্যার ভয়। পরিবেশে বিরাজমান অনূকুল পরিস্থিতি। এছাড়া রোপা আমনের সবচেয়ে বড় শত্রু পোকার আক্রমণও তেমনটা নেই মাঠে। সব কিছু মিলিয়ে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদককে জানান কৃষকরা।
উপজেলার শাহজালালপুর গ্রামের গ্রামের কৃষক আক্কাছ আলী বলেন, এবার সঠিক সময়ে বৃষ্টি এবং পরিবেশের অনূকুল আচরণে এ পর্যন্ত পরিকল্পনামতই শেষ হয়েছে চারা রোপন, ধান চাষ এবং জমিতে সার প্রয়োগের কাজ। ঠিক মত মাথাছাড়া দিয়ে উঠেছে ধানের চারা। আর এবার ধানের ন্যায্য মূল্য পাওয়া যাবে বলেও আশাবাদী তিনি।
উপজেলার বীর সিংহপাড়া এলাকার কৃষক ফুল মিয়া বলেন, এবার তিনি অন্য বছরের তুলনায় দ্বিগুন জমি চাষ করেছেন। এ পর্যন্ত আশানুরূপ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দাদিল গ্রামের কৃষক আঃ জলিল জানান, সঠিক সময়ে মাঠ থেকে পানি নেমে যাওয়ায় এ বছর বেশি জমি রোপন করা সম্ভভ হয়েছে।
এছাড়াও নিয়মিত কয়েকবার বৃষ্টি হওয়ার কারণে অন্যান্য বছরের তুলনায় অন্তত দেড়গুণ ফলনের আশা করছেন তিনি। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, গত বছর উপজেলার রোপা আমনের লক্ষ্যমাত্রা ৮ হাজার হেক্টর ধরা হলেও এর চেয়ে অনেক কম জমি রোপন করা হয়েছিল। তবে এবার লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৯৫০ হেক্টর। কিন্তু চাষ হয়েছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১১ হাজার হেক্টর।
তিনি আরো জানান, অন্যান্য বছরের তুলনায় এবার পরিবেশের ছিল অনূকুল অবস্থান। তাই কৃষকরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে বেশি জমি চাষ করেছেন। তাছাড়া সঠিক সময়ে জমিতে সার এবং কীটনাশক প্রয়োগ করায় আক্রমন করতে পারেনি পোকা। এছাড়াও সরকারি প্রশিক্ষণ মতে কৃষকরা জমিতে সুষম সারের সঠিক প্রয়োগ করেছেন। সব কিছু মিলিয়ে এবার বাম্পার ফলনের আশা করছেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj