মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকেঃ চুনারুঘাট উপজেলার বড়কোটা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিক উদ্দিন আহাম্মদ এর সাথে তাউশী গ্রামের আঃ আউয়াল ও তার ভাই লীল মিয়া মেম্বারের অশালীন আচরণ সংগঠিত বিষয়টি অবশেষে সালিশ বৈঠকে নিস্পত্তি হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৩টায় উক্ত বিষয় নিস্পত্তির লক্ষে উবাহাটা ইউনিয়নের বড়কোটা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু তাহের।
উবাহাটা ইউ/পি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ রজব আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উবাহাটা ইউ/পির সাবেক চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ মোদাব্বির হোসেন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এম এ ছোবহান, প্যানেল চেয়ারম্যান মোঃ চান্দ আলী, ইউ/পি মেম্বার শেখ জামাল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল আওয়াল, শায়েস্তাগঞ্জ পৌর কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, আবুল কালাম মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ বশির আহমেদ, সাবেক ইউ/পি মেম্বার মোঃ সাদেক মিয়া, মোঃ আব্দুস সালাম, মোঃ জিতু মিয়া, মোঃ জালাল উদ্দিন চৌধুরী ছায়েদ, মোঃ ইউনূস আলী। বিশিষ্ঠ মুরুব্বি মোঃ শফিক মিয়া, মোঃ জিতু মিয়া, মোঃ আঃ গুনী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ছায়েদুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ ফারুক আহম্মেদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল হাই প্রমূখ।
উক্ত বৈঠকে সকলের বক্তব্যে একমত পোষণ করে সভাপতি চুড়ান্ত রায় ঘোষনা করেন যে, আগামী ১সপ্তাহের মধ্যে ২য় পক্ষ তাউশী গ্রামের আঃ আউয়াল ও তার ভাই লীল মিয়া মেম্বারকে ৫০ হাজার করে ২জনে ১ লাখ টাকা ১ম পক্ষ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিক উদ্দিন আহাম্মদ এর চিকিৎসাবাবদের জন্য উবাহাটা ইউ/পি চেয়ারম্যান এর নিকট পৌছানোর নির্দেশ দেন। উভয় পক্ষদ্বয় উক্ত রায় মেনে নেন এবং সভাপতি উভয় পক্ষদ্বয়কে সকলের উপস্থিতিতে মিলিয়ে দেন।
উক্ত বিরোধ নিস্পত্তি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকমহল ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। উক্ত বৈঠকে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত বৈঠক সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj