শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও হোটেল রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে এ জরিমানা আদায় করেন বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন।
সূত্র জানায়, শহরের তালুকদার ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ৪ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, অতিরিক্ত ওজনের মিষ্টির প্যাকেটে মিষ্টি বিক্রি করার অপরাধে হোটেল আল মাদিনাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।