আজিজুল হক নাসির : সহপাঠিনীর বাড়ীতে আহত অবস্থায় পাওয়া মাদ্রাসা ছাত্র মনির হোসেনের মৃত্যু হয়েছে। মনির হোসেন (১৬) চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের মোতাব্বির হোসেনের কনিষ্ঠ পুত্র ও উপজেলার জারুলিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
মনিরের বাবা মোতাব্বির হোসেন জানান, গত রমজান মাসে জারুলিয়া ক্বারীহাটি গ্রামের মকসুদ উল্লাহর মেয়ে কে প্রেমের জন্য বিরক্ত করে বলে অভিযোগ করেন মেয়ের বাবা।
এ নিয়ে স্থানীয় মেম্বার, মাদ্রাসার শিক্ষক ও মোরব্বিদের নিয়ে সালিশ বৈঠক হয়। বৈঠকে মনিরকে সতর্ক করে দেওয়ার জন্য মনিরের বাবা মোতাব্বির হোসেনকে বলা হয়।
তিনি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মনিরকে সতর্ক করে দেন। এর পর উভয়ের'ই মাদ্রাসায় আসা যাওয়া ঠিক মত চলতে থাকে।
গত ১১ অক্টোবর বুধবার রাত সাড়ে ৯ টায় মেয়ের মামা নানু মিয়া মনিরের বাড়ীতে গিয়ে তার মাকে জানান, মনির বিষ পান করে আহত অবস্থায় মকসুদ উল্লাহর বসত বাড়ীতে পড়ে আছে। মনিরের বড় ভাই ফরিদ হোসেন জানান, একই রাত ৯ : ৪০ মিনিটে ঐ গ্রামের তার এক আত্মীয় তাকে মুঠোফোনে একই সংবাদ জানালে ফরিদ ঘটনাস্থলে ছুটে যান। তখন ফরিদ মনিরকে হাসপাতালে নেওয়ার জন্য সহযোগীতা চাইলে সুবা তার নিজ মোটরসাইকেলে আহত মনিরকে জারুলীয়া বাজার পৌঁছে দিলে ফরিদ ও তার স্বজনরা তাকে সিলেট উসমানি হাসপাতাল নিয়ে ভর্তি করান। পরদিন, বেলা ১১টায় চিকিৎসাধিন অবস্থায় মনিরের মৃত্যু হয়। সেখানেই তার লাশের সুরত-হাল করার পর মনিরের পারিবারিক গুরুস্থানে তাকে দাফন করা হয়।
মনিরের বাবা মোতাব্বির হোসেন জানান, মনির অাত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে মেয়ের বাবা মকসুদ উল্লাহ। এর বিচার চেয়ে তিনি আদালতে মামলা করবেন।
মেয়ের বাবা উপজেলার ক্বারীহাটি গ্রামের মৃত আতাব উল্লাহর পুত্র মকসুদ উল্লাহ জানান, গত রমজানে মনির তার মেয়ের সাথে বিতর্কিত আচরণ ও ফোনে ইপটিজিং করার কারণে এ নিয়ে শালিশ বৈঠক হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খাঁনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পূর্বের শালিশ বৈঠকের ব্যাপারে তিনি অবগত। বিষপানের বিষয়টা ঘটনার দিন রাত প্রায় পৌনে দশটায় স্থানীয় ওয়ার্ড মেম্বার তাকে ফোনে জানিয়েছেন, ছেলেটি মেয়েরর বাবার কাছে ক্ষমা চেয়ে তাদের বাড়িতেই বিষপান করে আহত হয়েছে। এবং ছেলের ভাই তাকে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে গেছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, এ ব্যাপারে তাঁর সাথে কেউ কোন যোগাযোগ করেনি।
ক্বারীহাটি গ্রামের কয়েকজনের সাথে কথা বললে কেউই বিস্তারিত জানেন বলে স্বীকার করেন নি।
এই নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজমান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj