ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার টোল প্লাজায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ মজিদ মিয়া(৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যু বরণ করেন।
জানা যায়,গত বুধবার (১৮অক্টোবর) সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজায় রাস্তা পারাপার হচ্ছিলেন রুস্তমপুর গ্রামের মৃত হাফিজ উল্লাহ’র ছেলে মজিদ মিয়া(৬০) । এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্ট ঢাকা মেট্রো (ব-১৪-০১০১) বৃদ্ধ মজিদ মিয়াকে মারাত্মক ভাবে চাপা দেয় ।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেঘতিক দেখলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেণ । এসময় স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে রাখেন।
পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ১ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে মজিদ মিয়াকে আইসিইউ'তে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান । এঘটনায় শেরপুর হাইওয়ে পুলিশের ওসি ভিমল চন্দ্র ভৌমিক সত্যতা নিশ্চিত করে জানান,আহত মজিদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj