স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেছেন, ১৫ আগস্ট জাতির পিতাকে স্ব-পরিবারে নির্মমভাবে যারা হত্যা করেছিল সেই খুনি মোস্তাক ও জিয়াউর রহমানরাই আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করতে জেল হত্যার মত নৃশংসা হত্যাকান্ড ঘটিয়েছিল। মোস্তাক ও জিয়ার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী নির্বাচনের পূর্বে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাবে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি বলেন, দলের মাঝে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবে। নিজেদের মাঝে মত বিরোধ থাকতে পারে। লক্ষ্য রাখতে হবে এই বিরোধকে কাজে লাগিয়ে যাতে ষড়যন্ত্রকারীরা ফায়দা হাসিল না করতে পারে। মনে রাখতে হবে আগামী জাতীয় নির্বাচন দেশ ও জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশকে উন্নত দেশে পরিণত করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০-২১ বাস্তবায়নে সেই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই বিএনপি দেশে অরাজকতা করার পরিকল্পনা গ্রহণ করছে। হবিগঞ্জে আমরা যেভাবে সকলে মিলে বিগত সময়ে সেই অরাজকতার মোকাবেলা করেছিলাম আগামীতেও সেভাবেই মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে বিএনপির সৃষ্টি হয়েছে খুনীর মাধ্যমে। সেই দলে খুনীদেরই জন্ম হয়। আওয়ামী লীগের নেতাদেরকে নেতৃত্ব শূন্য করতে বারবার ষড়যন্ত্র করছে। তারা খুনীদেরকে রক্ষা করে। যেভাবে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার মতো ব্যক্তিকে গুরুতর অবস্থায় হেলিকপ্টার দেয়নি। কিন্তু বাংলা ভাইকে রক্ষা করার জন্য তারা হেলিকপ্টার দিয়েছিল।
তিনি আরো বলেন, হবিগঞ্জে বর্তমান সরকার মেডিকেল কলেজ বাস্তবায়ন করেছে, আধুনিক স্টেডিয়াম করেছে, সরকারি বৃন্দাবন কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু এবং শহরের দু’টি সরকারি স্কুলকে ডাবল শিফট করেছে। তেমনিভাবে দেশে সরকারের অনেক উন্নয়ন রয়েছে। জনগণকে সেই উন্নয়নের বিষয়ে জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীকে কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান , জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, শেখ সামছুল হক, শরীফ উল্লাহ, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মুকুল আচার্য্য, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক আকরাম আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. আফিল উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, প্রচার বিষয়ক সম্পাদক অনুপ কুমার দেব মনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেইন জিতু, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতর আলী, আওয়ামীলীগ নেতা মর্তুজা হাসান, শ্রমিক লীগ সভাপতি ফরিদ আহমেদ রাজু, কৃষক লীগ সাধারন সম্পাত হুমায়ুন কবির রেজা, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মহিবুর রহমান, পৌর শ্রমিক লীগের সভাপতি আব্দুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ শেবুল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পদক বাবুল চৌধুরী, সরকারী বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান কিবরিয়া, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জোবায়ের আহমেদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj