সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণকে ইউনেস্কো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ ঘোষণা করায় আনন্দ শোভাযাত্রা র্যালি করেছে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।
২৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা র্যালি টি নিয়ে শহরের প্রধাণ সড়ক দিয়ে রেল পার্কিং পর্যন্ত ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবকদের আয়োজিত এই র্যালিতে বিদ্যালয় পরিচালনা কমিটি অভিভাবক সদস্য সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল্লাহ আল-মামুন, শিউলি বেগম, শিক্ষক সাজ্জাত মিয়া সাজু, আলী হায়দার সেলিম, শাহরিয়া চৌধুরী ডালিম, আজিজুর রহমার লিটন, ফয়সল আহম্মেদ, মোঃ সোয়েব, দেব যানী ধর, অঞ্জনা দত্ত সহ পাঁচ শতার্ধিক ছাত্রী র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শুরুর আগে বিদ্যালয় ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালাল আহাম্মেদ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমর্থক এবং পরস্পরের পরিপুরক।
তার আদর্শ যুগযুগ ধরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে লালন করতে অমিত অনুপ্রেরনার অনিঃশেষ উৎস হয়ে থাকব। জাতির জন্য তাঁর অবদানে তিনি সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালি ও বাঙালি জাতির জনক।
১৯৭১ সালে ৭ই মার্চ তিনি যে ভাষণ দেন তা শুধু বাঙালি জাতিকেই নয়, বিশ্বের নিপীড়িত, মুক্তিকামী মানুষকে স্বাধীনতার পথে অনুপ্রাণিত করছে। ইউনেস্কো কর্তৃক সেই ভাষণকে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্যের স্বীকৃতি প্রদানের কালজয়ী গুরুত্বকেই প্রতিষ্ঠিত করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj