হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা সদরে কর্মরত সকল সাংবাদিকের জন্য হবিগঞ্জ প্রেসক্লাব উন্মুক্তকরণ, অসাংবাদিকদের বহিস্কার ও যোগ্যদের মূল্যায়নসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।
সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাব ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে তারা আগামী ২১ ডিসেম্বর অনশন কর্মসূচির ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি আব্দুল হালীম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, ডিবিসি নিউজ’র জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, এসএ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মামুন চৌধুরী, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি কাজর সরকার, বিজয় টিভি প্রতিনিধি মাসুক আলী, চ্যানেল এস এর সহকারী জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, সিলেট টুডে জেলা প্রতিনিধি শাকিলা ববি, দৈনিক দিনের শেষে জেলা প্রতিনিধি শাহ কামাল সাগর, প্রিয় ডম কমের হবিগঞ্জ প্রতিনিধি এম সজলু, দৈনিক হবিগঞ্জের বাণী’র বিশেষ প্রতিনিধি সাকিব কায়সার, আমার সংবাদের জেলা প্রতিনিধি আব্দুল কাদির প্রমূখ।
এর আগে গত ৩ ডিসেম্বর জেলা প্রশাসক মনীষ চাকমা ও পুলিশ সুপার বিধান ত্রিপুরা এবং ৯ ডিসেম্বর হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের কাছে এসব দাবিতে স্মারকলিপি প্রদান এবং ১৩ই ডিসেম্বর জেলা প্রসাশক কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেন সাংবাদিকরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj