এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয়-জয়কার হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেসরকারী ভাবে দুই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসীম।
বিজয়ীরা হলেন- নুরপুর ইউনিয়নে মোঃ মুখলিছ মিয়া ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে আদিল হোসেন জজ মিয়া।সংশ্লিষ্ট সূত্র জানায়, নুরপ্রু ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী মুখলিছ মিয়া পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীয়ত গোলাম কিবরিয়া বিলাল পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট।
ব্রাহ্মণডোরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হোসাইন মোঃ আদিল জজ মিয়া পেয়েছে ৩ হাজার ৩৬৭ ভোট।তার নিকতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম রানু (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৬১০ ভোট।
এদিকে সরজমিনে ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রায় সবকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ছিল।নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দু’একটি কেন্দ্রে জাল ভোটের কথা উঠলেও সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তাছাড়া দুইটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে।
আওয়ামীলীগ মনোনিত দুই ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া ও হোসাইন মোঃ আদিল জজ মিয়া জানান, ভোট শান্তিপূর্ণ হয়েছে। জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট প্রদান করেছে বলেই বিজয়ী হয়েছি। এ বিজয় উন্নয়নের ও জনগণের এবং আওয়ামী লীগের জয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj