স্টাফ রিপোর্টার॥ জেএসসি পরীক্ষায় প্রথমবার অংশ নিয়েই তাক লাগানো সাফল্য অর্জন করেছে জেলার একমাত্র ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুল। এবছর প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই কৃতকার্য হন। সফলতা এখানে নয়। কৃতকার্যদের ৯জনই পান এ প্লাস। অপরজন এ। এরকম ঈর্শনীয় সাফল্য পায়নি জেলার আর কোন প্রতিষ্ঠান।
বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দ রওশন সুলতানা বলেন, একজন শিক্ষার্থী বাংলা মিডিয়াম থেকে এসেছিল। চেষ্টা ছিল শতভাগ এ প্লাস অর্জন করার। তবে এই সফলতাও কম নয়। ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও অভিবাবকদের আন্তরিকতার জন্য এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম বলেন, হবিগঞ্জ জেলা সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে। এখানে অভাব ছিল একটি ভাল ইংলিশ মিডিয়াম স্কুলের। জেএসসি পরীক্ষার এই ফলাফল প্রতিষ্ঠানটির প্রতি সবার আকর্ষন বাড়াবে বলা যায় নিঃসন্দেহে।
স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মনীষ চাকমা জেএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের জন্য কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিবাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রতিষ্টানের কাছে সবাই এ ধরনের সফলতাই প্রত্যাশা করে। সারাদেশে বিয়াম ল্যাবরেটরি স্কুলের সুনাম রয়েছে। হবিগঞ্জেও প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হবে এই স্কুল। সেরা হওয়ার পথেই আছে স্কুলটি। এই ফলাফলই এর প্রমাণ। জেলার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল হিসাবে এই ফলাফল সকলের প্রত্যাশা পূরণ করতে স্বক্ষম হয়েছে।
তিনি জানান, স্কুলটি ধীরে ধীরে কলেজে রুপান্তর হবে। ক্যাম্পাস হবে আরও সমৃদ্ধ। প্রতিষ্ঠানটিকে এই পর্যায়ে নিয়ে আসতে বিগত সময়ে যে সকল জেলা প্রশাসক ভ’মিকা রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj